আমরা সবাই কম বেশি চিন্তায় থাকি আমি অথবা আমার সাধ্যমত শক্তি আছে কিনা ।
তবে দুঃখের বিষয় হলেও সত্যযে, তবে নিশ্চিত থাকেন আপনার কোন সমস্যা নাই,
কিন্তু কোন কোন ক্কেত্রে থাকতে ও পারে। যেমন আপ্নে মনে করতেছেন যে আপনার
পেনিশ অন্যদের তুলনাই ছোট। আপ্নে জানেন কি, এটা কোন সমস্যা না। বাংলাদেশের
সব ছেলেদের পেনিশের গড় ৫-৫.৫। তাহলে দেখুন আপনারটা কত? দেখলেন তো, তাহলে
আপনার টা টিক আছে। সত্য কথা বলতে কি মেয়েরা আপনার পেনিসের সাইজে আগ্রহীনা,
সূখটা আপ্নে কিভাবে দিতে পারবেন তার উপর নিরবর করে । উদাহারন হিসেবে, ধরুন
আপ্নে সুযুগ পাওয়ার সাথে সাথে আপনার কাজ শুরু করে দিলেন, এতে আপনার কোন ভাল
কাজ হলনা । শুরু করলেন আর শেষ করলেন। এতে কোন আনন্দ নাই। সব কিছু অযথা মনে
হবে। এজন্য প্রক্রিয়াধীনভাবে কাজ শুরু করুন আর আনন্দ নিন।
এজন্য আপ্নে চাইলে অনেক ভিডিও
আছে এগুলি থেকে দেখে দেখে শিখতে পারেন কিভাবে পরিবেশটা তৈ্রী করবেন।
শুরুটা কিভাবে করবেন, সেক্সের মূলটা এখান থেকেই। আপনার শুরুটা যত ভালো হবে
তত আপনার আনন্দ আসবে।
এছাড়া কিছু সমস্যা আছে খুব খারাপ, যেমন আপ্নে দীরঘক্কন ধরে কাজ করতে পারেন
না, বেশি শক্ত হইনা, রগ ঢীলা ইত্যাদি। এজন্য আপনি যৌন বিসেষজ্ঞের পরামশ
নিতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন